প্রশ্ন : জামাআতে নামায পড়ার সময় ১ রাকাআত ছুটে যায়, তার পরে সালাম ফিরানোর সময় ১ দিকে সালাম ফিরিয়ে পরে উঠে বাকি রাকাআত আদায় করি। সাহূ সিজদা করে সালাম ফিরাই। এটা কি শুদ্ধ হলো?

উত্তর :

হ্যাঁ, নামায সহীহ হয়েছে।-রদ্দুল মুহতার ২/৮২, ৮৩; বাদায়েউস সানায়ে ১/৪২২

Loading