প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম আমার ২ টি প্রশ্ন ছিল ১। দাইয়্যূস বলতে কাদের বুঝানো হয় এবং তাদের শাস্তি কি? ২। কোন পুরুষ যদি তার স্ত্রীকে স্কুলে চাকরি করান যেখানে পুরুষ মহিলা একসাথে চাকরি করে এবং স্কুলেও সহশিক্ষা চালু আছে তাহলে উক্ত ব্যাক্তি কি দাইয়্যূসের মধ্যে পড়েন? জাযাকাল্লাহ

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। দাইয়্যূস বলতে পরিবারের ঐ সকল দায়িত্বশীল ব্যক্তিকে বুঝায় যারা পরিবারকে বেহায়াপনা ও অশালীনতার উপর বহাল রাখে। স্ত্রী বা অধীনস্থদের (যেমন বোন, পুত্রবধূ, মেয়ে ইত্যাদির) পর্দা পুশিদার ব্যাপারে সচেষ্ট নয়। সংশোধনের চেষ্টা করে না।
হাদীস শরীফে এসেছে-
ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ الْعَاقُّ لِوَالِدَيْهِ وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ وَالدَّيُّوثُ
অর্থঃ তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না। ১। পিতা মাতার নাফরমান ২। পুরুষদের সাথে সাদৃশ্যতা অবলম্বনকারী মহিলা এবং ৩। দাইয়্যূস-সুনানে নাসায়ী, হাদীস নং
অন্য হাদীসে আছে-
ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ الْجَنَّةَ مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ

অর্থঃ তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। ১। শরাব পানকারী ২। পিতা মাতার নাফরমান এবং ৩। ঐ দাইয়্যূস যে তার পরিবারকে খারাপ কাজের উপর বহাল রাখে।–মুসনাদে আহমাদ, হাদীস নং ৫৩৭২
২। হ্যাঁ, অবশ্যই পড়বেন।

Loading