প্রশ্ন : যার উপর যাকাত ফরজ..তার কুরবানী করার হুকুম কি? সে তৎক্ষনাত কুরবানী না করতে পারলে কি করবে?

উত্তর :

যার উপর যাকাত ফরজ তার উপর কুরবানী ওয়াজিব। বিনা ওযরে কুরবানী না করলে অনেক বড় গুনাহগার হবে। সেক্ষেত্রে পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মুল্য ছদকাহ করা ওয়াজিব। আর পশু ক্রয় করার পরেও কোন কারনে কুরবানীর দিনগুলোতে কুরবানী করতে না পারলে তার জন্য ঐ পশু জীবিত ছদকাহ করা ওয়াজিব।-কাযীখান ৩/৩৪৫; বাদায়েউস সানায়ে ৪/২০৪

Loading