প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর,আমি একদিন ভুল করে লেগুনার ভাড়া না দিয়ে বাসায় চলে আসি।পরে আমার মনে হয়।আবার আরেকবার এক অটোওয়ালা ভাই এর কাছে ভাংতি না থাকায় সে বলেছিলো পরে দিয়ে দিয়েন।পরে আমি তাকে খুজেছিলাম কিন্তু পাই নি।পরে আমি এই টাকা মসজিদে সওয়াবের নিয়ত না করে দিয়ে দেই। এতে কি তাদের পাওনা আদায় হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এক্ষেত্রে মূল হুকুম হল আসল পাওনাদারকে খুজে তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া। তারা না থাকলে তাদের ওয়ারিশকে বুঝিয়ে দেওয়া। আর যদি খোজা খুজির পরেও না পাওয়া যায় তাহলে লেগুনা এবং অটো মালিককে সাওয়াব পৌঁছানোর নিয়তে তাদের ভাড়ার টাকা গুলো গরীবদেরকে সদকা করে দিবেন। কাজেই মসজিদে দান করার দ্বারা আপনি উক্ত দায় থেকে মুক্ত হননি।-ইলাউস সুনান ১৩/১৯-২০; ফাতাওয়া হিন্দিয়া ২/ ২৯৯; ফাতহুল কাদীর ৬/১১৬; হিদায়া ২/৬১৫; ফাতাওয়া তাতারখানিয়া ৭/ ৪২৭-২৮

Loading