প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মুহতারাম, আমার কবুতর পালন বিষয়ক নিম্নোক্ত প্রশ্নের উত্তর আশা করছিঃ ১। কবুতর দিয়ে রেইস প্রতিযোগিতা করা ও তাতে অংশগ্রহণ করা কি জায়েয? ২। কবুতর দিয়ে পাল্লা/বাজী প্রতিযোগিতা করা ও তাতে অংশগ্রহণ করা কি জায়েয? ৩। কবুতর দিয়ে রেইস প্রতিযোগিতা/পাল্লা/বাজী করার জন্য কবুতর পালন ও বিক্রয় করা কি জায়েয?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ

১+২। না, জায়েয নয়। হাদীস শরীফে আছে-

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَتْبَعُ حَمَامَةً فَقَالَ شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً

অর্থঃ হযরত আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে কবুতরের পিছনে দৌড়াতে দেখে বললেন, এক শয়তান অন্য শয়তানের পিছনে দৌড়াচ্ছে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯৪২

৩। না ঐ উদ্দেশ্যে কবুতর পালন করা যাবে না।

Loading