প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। ক্যারিয়ার নির্বাচন নিয়ে একটা বিষয় জানার ছিলো। আমি ব্রাইডাল মেকওভারের কাজ শিখে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে চাই। শুধুমাত্র বউ সাজানোর কাজ করবো, পার্লারের বাকি কাজ যেমন -ভ্রু প্লাগ, মেনিকিউর, পেডিকিউর, ওয়াক্সিং, থ্রেডিং এগুলো কিছুই করানো হবে না। আমি জানতে চাচ্ছি, এই প্রোফেশনটা কি হারাম হবে? ২। আমরা জানি যে মেয়েদের পর্দা করা ফরজ। ক্লায়েন্ট যেমনই হোক হিজাবি/নন-হিজবি, তারা যখন তাদের বিয়ের ভেন্যুতে যাবে, পরপুরুষরা তাদের দেখবে, ছবি তুলবে- এইসবের উসিলায় যে গুনাহ্ হবে তার দায়ভার কি আমার উপরও বর্তাবে? বি:দ্র- আমি টিচিং প্রোফেশনে যেতে চাচ্ছিলাম, বাট এখন মনে হচ্ছে বাইরে পরপুরুষের সাথে কাজ করার চেয়ে নিজের ঘরে থেকে এই কাজ করাটা কি ভালো হবে না? কিন্তু হালাল/হারাম ইনকাম, গুনাহ্ এইসব চিন্তা করে আর সিদ্ধান্ত নিতে পারছি না।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হ্যাঁ, অন্য কোন নাজায়েয জিনিসের সন্নিবেশ না ঘটলে ঘরোয়া পরিবেশে করার অবকাশ রয়েছে।

তবে এ ধরনের কাজকে কোন মুমিনের জন্য পেশা হিসেবে গ্রহন না করাই উচিৎ। সাজগোজ শরয়ী দৃষ্টিকোণ থেকে এমন কোন বিষয় নয় যে, এর জন্য আলাদা কোন শিল্প গড়ে উঠবে। হ্যাঁ, শরীয়ত বৈধ স্থানে (যেমন স্বামীর নিকট) মহিলাদের সৌন্দর্য ও সাজসজ্জা প্রদর্শনকে উৎসাহিত করে। তবে সেটা মহিলারা ঘরোয়া পরিবেশে নিজেরাই সাধ্য অনুযায়ী করবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৮৫; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬৬৯; সুনানে তিরমিজী, হাদীস নং ২৬৯৫

২। না, আপনার উপর তার দায় বর্তাবে না।

 

Loading