প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি কম্পিউটার অপারেটর, কাস্টমার সার্ভিস দিয়ে থাকি। আমি বড় ছবি প্রিন্ট দেই না। কিন্তু অনেক সময় থিসিস বা অন্যান্য পেপারে মানুষ ও প্রাণীর ছবি থাকে তা প্রিন্ট দেয়া কি জায়েয আছে? (যেহেতু তা বইয়ের মধ্যে আটকানো থাকে) ২। একজন জানতে চেয়েছেন যে, বড় ছবি প্রিন্ট দিলে তো সমস্যা নেই কারণ আমি ব্যবসা করি, কাস্টমার যদি যদি ছবি ঘরে টানায় তাতে তার গোনাহ হবে আমার কি? ৩। ছবি প্রিন্ট দেয়া কি মাকরুহ না হারাম? ৪। ছবি ঘরে টানানো মাকরুহ না হারাম?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩+৪। থিসিস, পেপার বা বই ইত্যাদিতে যদি ছবি থাকে, তা প্রিন্ট বা ফটোকপি করা জায়েয হবে না। তবে একান্ত অপারগতায় করে থাকলে বৈধ। যেমন জরুরী কাজে পাসপোর্টের ফটোকপি বা পরিচয় পত্রের প্রিন্ট বা ফটোকপি ইত্যাদি। তবে ছবি যদি একেবারে ছোট হয় তাহলে তা প্রিন্ট দেয়া , ফটোকপি করা এবং ঘরে টানানোও জায়েয। ছোট ছবি এর ব্যাখ্যা হল, তা যদি মাটিতে রাখা হয় তাহলে একজন মধ্যম দৃষ্টি সম্পন্ন ব্যক্তি উক্ত ছবিতে থাকা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বুঝতে পারে না। এমন হলে এর ক্রয় বিক্রয় বৈধ। কাজেই আপনাকে যিনি বলেছেন বড় ছবি প্রিন্ট দিলে সমস্যা নেই উক্ত কথাটি সঠিক নয়। অনুরূপভাবে আপনি প্রিন্ট দিলে কোন সমস্যা নেই তাও সঠিক নয়। বরং যিনি প্রিন্ট দিবেন তিনিও যেমন গোনাহগার হবেন তেমনিভাবে যিনি ঘরে টানাবেন তিনিও গোনাহগার হবেন।–সহীহুল বুখারী, হাদীস নং ২২৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ২১০৬; নাইলুল আওতার ২/৪৫৯; ফিকহু বুয়ূ’ ১/৩২০; আদ্দুররুল মুখতার ২/৪১৮; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৯৭

Loading