প্রশ্ন : চার রাকাআত নামাযে ভুলে দুই রাকাআত বসা অবস্থায় তাশাহহুদ পড়ে আরও দরুদ পড়ি তখন আমার কি করণীয়?

উত্তর :

যদি দুরুদ শরীফের “আল্লাহুম্মা সল্লী আলা মুহাম্মাদ” পর্যন্ত বা তার চেয়ে বেশি পড়ে ফেলেন তবে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে।
উল্লেখ্য যে, নফল নামাযের প্রথম বৈঠকে দুরূদ পড়লে সিজদায়ে সাহূ ওয়াজিব হয় না। বরং নফল নামাযে তা পড়া উত্তম।- আদ্দুররুল মুখতার ২/১৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; আল বাহরুর রায়েক ২/১২৭

Loading