প্রশ্ন : আসসালামু আলাইকুম। বর্তমানে আলহামদুলিল্লাহ আমার একটি মেয়ে এবং আমার ভাইয়ের একটি ছেলে রয়েছে। আমার মৃত্যু হয়ে গেলে আমার সম্পদের মিরাসে আমার ভাইয়ের ছেলে কি আমার মেয়ের থেকে বেশি সম্পদের মালিক হবে? এই হিসেবে যদি আমি আমার মেয়ের নামে সম্পদ করি এটা কি জায়েয হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার এক মেয়ে থাকলে তিনি আপনার মৃত্যুর পর সম্পত্তির অর্ধেক পাবেন। আর বাকী সম্পদ কারা পাবেন তা আপনার মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে কারা থাকবেন তার উপর নির্ভর করে। আপনি জীবিত অবস্থায় আপনার মেয়ের নামে সম্পদ করে যেতে পারবেন। ব্যক্তি তার মালিকানাধীন সম্পদে উপহার উপঢৌকন সহ যে কোন ধরনের হস্তক্ষেপ করার অধিকার রাখে। এমনিতে নিজ উপার্জিত সম্পদ যে কাউকে দেওয়া যেতে পারে। তবে ওয়ারিশদের মধ্যে কাউকে বঞ্চিত বা ঠকানোর নিয়তে এমনটি করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম।
উল্লেখ্য যে, ইসলামী মীরাসনীতি সরাসরি কুরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা আল্লাহ্‌র হুকুম। আর আল্লাহর বিধান সমূহের উপর পুরোপুরি সন্তুষ্ট থাকা ও তা মেনে নেয়ার মধ্যেই যাবতীয় কল্যাণ এবং বরকত নিহিত। ব্যক্তির মৃত্যুর পর ইসলামী মীরাসনীতি অনুযায়ী তার সম্পত্তি বন্টিত হবে, এটাই নিয়ম। জীবিত অবস্থায় এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিৎ নয়। সমাজে অনেককে জীবিত অবস্থায় মীরাসনীতিতে হস্তক্ষেপ করার দরুন বিপদে পড়তে দেখা গিয়েছে।-সূরা নিসা, আয়াত নং ১১; জামে তিরমিযী, হাদীস নং ২১১৭; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২৭০৩; ফাতাওয়া তাতার খানিয়া ২০/২৬৪; আদ্দুররুল মুখতার ৫/৯৬; তাকমিলাতু ফাতহিল মুলহিম ২/৪৫

Loading