প্রশ্ন : ১ বছর আগে কুকুর কামড়ানো পশু কুরবানী করা যাবে কি?
উত্তর :হ্যাঁ, ১ বছর আগে কুকুর কামড়ানো পশু দিয়ে কুরবানী করা যাবে।-সূরা মায়িদা, আয়াত নং ৪; সুনানে আবু দাউদ, হাদিস নং ২৮৫৫; ফাতহুল কদীর ১০/১৩১; আদ্দুররুল মুখতার ৬/৪৬৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৬১
![]()
