প্রশ্ন : আমলনামার কিতাবে কি গুনাহ সমূহ লেখা হয়ে গেলে তা মাফ চাইলে আমলনামার কিতাব হতে মুছে যায়,,, নাকি তারও হিসাব দিতে হবে?

উত্তর :

কোন ব্যক্তি যদি খাঁটি দিলে সহীহভাবে তাওবা করে তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন এবং তার আমলনামা হতে গুনাহসমূহ মুছে দিবেন। তাওবা তিনটি কাজের সমষ্টির  নাম ১। পূর্ববর্তী কাজের জন্য অনুতপ্ত হয়ে কাজটি পরিত্যগ করা ২। ভবিষ্যতে পুনরায় না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা ৩। যদি কাজটি এমন হয় যার ক্ষতিপূরণ সম্ভব তাহলে তা আদায় করা। যেমন কারো জিম্মায় নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি থাকলে তা আদায় করা। অনুরূপভাবে বান্দার হক নষ্ট করে থাকলে প্রথমে তা আদায় করে তারপর তাওবা করা।-সূরা ফুরকান, আয়াত নং ৭০; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪২৫০; তাকমিলাতু ফাতহুল মুলহিম ৬/১৫

Loading