প্রশ্ন : আগে দুই তালাক দেয়ার পর স্বামী স্ত্রী আবার সংসার করতে থাকে। এরপর অনেক দিনপর আবার ঝগড়া, কথা কাটাকাটিতে একপর্যায়ে স্বামি স্ত্রিকে যদি বলে লাগলে তোমাকে ছেড়ে দেবো। এতে কি তিন তালাক পতিত হয়ে যাবে? কিন্তু পরক্ষনে আবার স্বামী স্ত্রী রাগ ঠান্ডা হলে নিজেদের ভুল বুঝে। আর সব ঠিক হয়ে যায়। এতে কী স্বামী স্ত্রী সম্পর্কে কোনো প্রভাব পড়বে। নাকি তারা পুনরায় সংসার করতে পারবে?

উত্তর :

না, উক্ত কথার দ্বারা তৃতীয় তালাক পতিত হবে না।

Loading