মাসআলাঃ যদি কেউ কুরবানীর দিনগুলোতে তার ওয়াজির কুরবানী আদায় করতে না পারে তবে পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মুল্য ছদকাহ করা ওয়াজিব।- বাদায়েউস সানায়ে ৪/২০৪

মাসআলাঃ যদি কেউ পশু ক্রয় করার পরেও কোন কারনে কুরবানীর দিনগুলোতে কুরবানী করতে না পারে তবে তার জন্য ঐ পশু জীবিত ছদকাহ করা ওয়াজিব।- কাযীখন ৩/৩৪৫
মাসআলাঃ পশু ক্রয় করার পর কুরবানীর দিনগুলোতে জবাই করতে না পারলে তা জীবিত ছদকাহ করে দিবে। কিন্তু মাসআলা না জানার কারনে কেউ যদি কুরবানীর দিনগুলো অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে জবাই করে ফেলে তবে পুরো গোশত ছদকাহ করে দিতে হবে।এক্ষেত্রে যদি গোশতের মুল্য জীবিত পশুর থেকে কমে যায় তবে ঐ হ্রাসকৃত মুল্যও ছদকাহ করতে হবে। -আদ্দুররুল মুখতার ৬/৩২০,৩২১

Loading