প্রশ্ন : আসসালামু আলাকুম হুজুর আম পাকার পূর্বেই আম বাগান বিক্রয় করলে কি উশর দিতে হবে? এক বর্ননায় দেখলাম ফল পাকার পূর্বে বাগান বিক্রয় করলে নাকি ক্রেতার উপর উশর ওয়াজিব হবে,বিক্রেতার উপর নয়। দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর :

না, উশর দিতে হবে না। তবে আপনি নেসাবের মালিক হয়ে থাকলে আম বিক্রির মূল্যের উপর যাকাত আসবে। উশর সংক্রান্ত মাসআলা বিস্তারিত জানতে চাইলে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=549

Loading