প্রশ্ন : আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, সাইটটিতে ঢুকতে পেরে অনেক খুশি লাগছে। আলহামদুলিল্লাহ হুজুর, ১। ض এর উচ্চারন অনেকে জ এর মতন আবার অনেকে মোটা দ এর মতন করেন। কোনটা সঠিক?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
ض এর মাখরাজ ظ এর কাছাকাছি। তবে পরিপূর্ণ ظ এর মত নয়। আবার د এর ন্যায়ও নয়। ض এর মাখরাজ বা উচ্চারণের স্থান হল জিহ্বার গোঁড়ার কিনারা উপরের মাড়ির দাতের গোঁড়ার সাথে লাগিয়ে। আশপাশের কোন কারী বা আলেমের নিকট থেকে বিষয়টি ভালো করে বুঝে নিবেন।

Loading