প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি এক মহিলার সাথে যিনা করেছি। পরে ঐ মহিলার মেয়েকে বিবাহ করেছি। এখন আমার বিবাহ কি সঠিক হয়েছে কি না? আমি ঘর সংসার করতে পারব কি? দয়া করে উত্তরটা দিবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

না, উক্ত মহিলাকে বিবাহ করা আপনার জন্য সম্পূর্ণ নাজায়েয ও হারাম। আপনার কর্তব্য হল বিলম্ব না করে এখনি তার থেকে পৃথক হয়ে যাওয়া। আর অতীতের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৪; হিদায়া ২/৩০৯; রদ্দুল মুহতার ৩/৩২

Loading