প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১) ফরজ গোসলে নাকের ময়লা পরিস্কার করা কি ফরজ? সব মাওলানা মুফতি সাহেবগণ বলেন নাকে পানি দেয়া ফরজ। ২) নাপাকী ধুয়ার সময় টেপের পানি ছিটা কি নাপাক?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নাকের ভিতরে পানি পৌঁছানো ফরজ। নাকের ময়লা পরিষ্কার করা ও নাক ঝাড়া সুন্নাত।
২। হ্যাঁ, নাপাকী ধৌত করার সময় ঐ নাপাকীর পানির ছিটা নাপাক।–হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ১৫২, ১৫৩; মাবসূতে সারাখসী ১/৪৬

Loading