প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার শশুরের বাড়ি আছে। তিনি তা ভাড়া দেন। একজন ভাড়াটিয়া বেশ কয়েক মাসের ভাড়া না দিয়ে চলে গেছেন। ঘরে তাদের রেক, হাড়ি পাতি, বটি, প্লে, ঝুড়ি ইত্যাদি আরো কিছু জিনিস রেখে গেছেন। আমার শশুর সেগুলো নিয়ে এসেছেন। আমাকে সেখান থেকে প্রায় সিংহ ভাগ জিনিস দিয়ে দিয়েছেন। আমি প্রথমে অনুমতি ছাড়া অন্যের মাল নেয়া ঠিক হবেনা বিধায় নিতে চাইনি। তখন আমার শশুর ও স্ত্রী বললেন সমস্যা নেই ঘরের ভাড়াটিয়াই বলেছে যে, তারা আর আসবে না তাই সেগুলো নিয়ে যেতে। যদিও বিষয়টি আমার কাছে এখনো সন্দেহযুক্ত মনে হচ্ছে। কারণ হয়তো আমি নিবো না দেখে তারা মিথ্যাও বলতে পারে যে, “ভাড়াটিয়া নিতে বলেছে”। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার করণীয় কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার জন্য তা নেওয়া বৈধ।

Loading