প্রশ্ন : পাক কাপড় আর নাপাক কাপড় এক বালতিতে দিয়ে ধৌত করলে কাপড় পাক হবে কি? এক্ষেত্রে কাপড় তিন বার ধৌত করা হলেও সব বারই সবগুলো কাপড় মানে পাক কাপড় আর নাপাক কাপড় এক সাথে বালতিতে রেখে ধুয়েছি।

উত্তর :

পাক কাপড় আর নাপাক কাপড় এক বালতিতে দিয়ে ধৌত করলে প্রত্যেকটি কাপড় তিনবার করে নতুন পানিতে ধৌত করতে হবে। আর প্রত্যেকবার এমনভাবে নিংড়াতে হবে যাতে আর পানি বের না হয়।- হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা নং ১৬১

Loading