প্রশ্ন : এক ব্যক্তি মান্নত করলো, ছেলে সুস্থ হলে প্রতি সপ্তাহ দুটি রোযা রাখবে। ছেলে সুস্থ হওয়ার পর সে প্রতি সপ্তাহ রোযা রেখে আসছিলো। বর্তমানে বৃদ্ধ ও দুর্বল হওয়ার কারণে রোযা রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় করণীয় কী?

উত্তর :

বৃদ্ধ এবং দুর্বল হওয়ার কারনে যদি রোযা রাখতে সক্ষম না হন এবং ভবিষ্যতে সুস্থ হবে বলে মনে না হয়, তবে এক্ষেত্রে করণীয় হল, সপ্তাহে দুদিন দুই বেলা করে একজন মিসকিনকে তৃপ্তি সহকারে খাওয়াবেন অথবা প্রতিটি রোযার পরিবর্তে পৌনে দুই সের গম বা আটা অথবা এর সমপরিমাণ মূল্য মিসকিনদের দিয়ে দিবেন। আর যদি এটাও সম্ভব না হয় তবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন।–সুনানে আবূ দাউদ; হাদীস নং ২৩১৮; ফাতহুল কদীর ২/৩৯২; তাবয়ীনুল হাকায়েক ২/১৯৮; ফাতাওয়া বাযযাযিয়া ১/৬৯;

Loading