প্রশ্ন : আসসালামু আলাইকুম, জনাব। সেহরির শেষ সময়ের জন্য রোজার সময় আগত হলে ক্যালেন্ডারে সময়সূচি পাওয়া যায় কিন্তু যারা পূর্বের রমজানের কাযা রোজা বা নফল রোজা রাখে তারা তো আর সেহরির শেষ সময় এভাবে জানতে পারে না। তাই জনাবের নিকট প্রশ্ন এই যে, ১। সেহরির শেষ সময় কোন্ পর্যন্ত থাকে? ২। মানতের রোজা কি নফল রোজা? ৩। নফল বা মানতের রোজার ইফতার কি রমজানের রোজার মতো তাড়াতাড়ি খুলতে হয় নাকি দেরিতে খোলা যায়? জাযাকাল্লাহ বি খয়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। সাহরীর শেষ সময় সারা বছর পরিবর্তনশীল। আপনি বাজারে চিরস্থায়ী ক্যালেন্ডার পাবেন। সেখানে প্রতিদিনেরটা আলাদা পাবেন। মাওলানা আমীমুল ইহসান সাহেব (রহঃ) এর চিরস্থায়ী ক্যালেন্ডার কিনতে পারেন। ইসলামী জিন্দেগী এপ্সেও চিরস্থায়ী ক্যালেন্ডার পাবেন।
২। না, মানতের রোযা ওয়াজিব।
৩। না, তাড়াতাড়ি খোলাই সুন্নাত।-সহীহুল বুখারী, হাদীস নং ১৯৫৭; সহীহ মুসলিম, হাদীস নং ২৬০৮

Loading