প্রশ্ন : আমার একজন ভাইয়ের স্ত্রী রাগের বশত তার স্বামীকে বলে যে, তার শরীরে হাত এবং তার রান্না খেলে তার মায়ের সাথে যিনা করা হবে। এখন স্বামীর কি করনীয় বা তাকে শুধরানোর কি পন্থা? দয়া করে দ্রুত জানিয়ে বাধিত করবেন।

উত্তর :

উক্ত কথার কারণে তাদের বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে না। এবং স্বামীর জন্য তার গায়ে হাত দেওয়া বা তার রান্না খাওয়ায় কোন সমস্যা হবে না। তবে স্ত্রীর জন্য এমন কথা বলা মারাত্মক অন্যায় হয়েছে। এজন্য সে আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবে।

Loading