প্রশ্ন : আমি একজন এর কিছু টাকা নিয়েছি তাকে না জানিয়ে, এখন আমি তাকে তা ফেরত দিতে চাই তাকে না জানিয়ে, পারিবারিক লজ্জার ভয়ে। আমি কি তার ছাওয়াব এর উদ্দেশ্যে তা দান করতে পারব?

উত্তর :

না, দান করতে পারবেন না। তা মূল মালিককেই ফিরিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে তাকে বাস্তব কথা বলে দেওয়া জরুরী নয়। বরং তাকে হাদিয়া বলে দিলেও আদায় হয়ে যাবে। মোটকথা যে কোন ভাবে তাকে পৌঁছায় দেওয়া জরুরী। –রদ্দুল মুহতার ৫/২৩৫; ফাতাওয়া উসমানী ৩/১২০, ১২১

Loading