প্রশ্ন : আসসালামু আলাইকুম। কালো খিযাব ছাড়া আজকাল এক ধরনের কালার পাওয়া যায়। এসকল রঙের ইংরেজি ভাষায় ব্রাউন, ডার্ক ব্রাউন, ব্লাক, ইয়েলো, পার্পল ইত্যাদি রঙের পরিচয় দেয়। এখন আমি যদি শুধু কালোটা বাদ দিয়ে অন্য রঙ গুলি ব্যবহার করি তাতে কোন অসুবিধা হবে কি । গাছের পাতার মেহেদী না বাজারের লাল মেহেদী হলে হবে?

উত্তর :

হ্যাঁ, কালো ব্যতীত অন্য রঙের খিযাব ব্যবহার করতে পারেন। চাই তা উক্ত কোন কালার হোক বা বাজারের লাল মেহেদী হোক, সবই বৈধ।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৩১; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪২০৬

Loading