প্রশ্ন : ভিডিও ওয়াজ এবং ইসলামী কার্টুন/কৌতুক ও ইসলামী ইতিহাসের ছায়াছবি দেখার হুকুম কী?

উত্তর :

যে কোন ধরণের কার্টুন, কৌতুক ও ছায়াছবি দেখা নাজায়েয ও হারাম।
আর রইল ওয়াজ নসীহাত, উপমহাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম এখনো তা নাজায়েয মনে করেন। তবে বেশ কিছু নির্ভরযোগ্য উলামায়ে কেরাম তা জায়েয মনে করেন। যার মধ্যে বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকী উসমানী সাহেব অন্যতম।

Loading