প্রশ্ন : আস্‌সালামু আলাইকুম। মুহাতারাম, রোযা অবস্থায় ঘুমের মধ্যে মুখে থুথু জমে আর সেই থুথু কেউ ‍যদি ঘুম থেকে জেগে ওঠার পর ইচ্ছা-অনিচ্ছায় গিলে ফেলে তবে এর দ্বারা কি রোযা ভেঙ্গে যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

না, রোযা ভাঙবে না। তবে (রোযার কষ্ট লাঘবের জন্য) ইচ্ছাকৃতভাবে মুখে থুথু জমা করে তা গিলে ফেলা মাকরূহ।–আলবাহরুর রায়েক ১/৯১; বাদায়েউস সানায়ে ১/৭২

Loading