প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। ঘুমাবার সময় সুন্নত তরীকা ডান কাতে শোয়া। কিন্তু অনেকে বলে ডান কাত হয়ে ডান হাত মাথার নিচে রাখা, কিন্তু হাত নিচে রেখে ঘুমালে হাত ঝিমঝিম ধরে যায়, তাই আমি ডান হাত দিয়ে ঘুমাতে পারি না, তাহলে আমার কি সুন্নাত আদায় হবে না? ২। ঘুমাবার সময় কি কি পোশাক পরে ঘুমানো সুন্নাত (যেমন- লুঙ্গি, পাঞ্জাবী, পায়জামা ইত্যাদি)? ৩। আমি ঘুমাবার সময় থ্রি-কোয়ার্টার প্যান্ট ও খালি গায়ে ঘুমাই, তাতে কি সুন্নাত আদায় হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। ঘুমানোর সময় ডান কাতে কিবলামুখী হয়ে শয়ন করা এবং ডান হাত ডান গালের নীচে রাখা সুন্নাত। এভাবে শুরুতে অন্তত কিছুক্ষণ শয়ন করবে। পরবর্তীতে অবস্থার পরিবর্তন করলে বা হলেও সুন্নাত আদায় হয়ে যাবে ইংশাআল্লাহ।-সুনানে নাসায়ী, হাদীস নং ২৩৬৬; সুনানে তিরমিজী, হাদীস নং ৩৩৯৯
২। ঢিলেঢালা যে কোন পোশাক পরতে পারেন।
৩। হ্যাঁ, সমস্যা নেই।

Loading