প্রশ্ন : আসসালামু আলাইকুম, বর্তমানে তো টাকা ছাড়া সরকারি চাকরি হয় না। তাহলে টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কী? এ বিষয়ে বুঝিয়ে বলবেন কি?

উত্তর :

ঘুষ নেয়া সর্ববস্থায় হারাম এবং কবীরা গোনাহ। আর  বিনা অপারগতায় দেওয়াও হারাম এবং কবীরা গোনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ঘুষ দেয় ও নেয় উভয়কে লানত দিয়েছেন। ঘুষ দিয়ে চাকুরী নেওয়ার ব্যাপারে শরয়ী হুকুম হল (ক) যদি আর্থিক অবস্থা অসচ্ছল হয় এবং আর্থিক সংকটের কারনে চাকুরী অত্যাবশ্যক হয়ে পড়ে আর (খ) ঘুষ ছাড়া যদি কোন রকম চাকুরী না পাওয়া যায় পাশাপাশি (গ) তার মধ্যে আবেদনকৃত পদের দায়িত্ব পালনের যথাযথ যোগ্যতাও থাকে তাহলে তার প্রাপ্য হক ও অধিকার আদায়ের জন্য অপারগ অবস্থায় ঘুষ দিয়ে চাকুরী নেয়ার অবকাশ আছে। এতে দাতার কোন গোনাহ হবে না কিন্তু গ্রহীতার মারাত্মক গোনাহ হবে। আর যদি উল্লেখিত শর্তসমূহ না পাওয়া যায় অর্থাৎ যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় এবং ঘুষ ছাড়া যদি অন্য কোন চাকুরী পাওয়া যায় এবং তার মধ্যে আবেদনকৃত পদের দায়িত্ব পালনের যথাযথ যোগ্যতা না থাকে তাহলে ঘুষ দিয়ে চাকুরী নেয়া জায়েয হবে না।–সূরা নিসা, আয়াত ২৯; সুনানে তিরমিজী, হাদীস নং ১৩৩৬; রদ্দুল মুহতার ৫/৩৬২; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৩০

Loading