প্রশ্ন : ফর‍য গোসলে নাপাকী নিয়ে গোসল করার সময় নাপাক ধুয়ার সময় পানি ছিটা বালতিতে পড়লে বালতির পানি কি সব নাপাক হবে? নাপাকী পরিস্কার এর সময় তো মগ নিয়ে গোসল করি তা মগেও চলে যায়। আমি এক মুফতী সাহেবকে এই প্রশ্ন করেছিলাম। তিনি বলছিলেন যে নাপাকী থেকে বাচা যায় না তা নাপাকী না। গোসল এর সময় পানি ছিটা লাগবেই। তা নাপাক না।

উত্তর :

হ্যাঁ, নাপাকী ধৌত করার সময় ঐ নাপাকীর পানির ছিটা মগে বা বালতিতে পড়লে তা নাপাক হয়ে যাবে।
গোসলের পূর্বে শরীরে কোথাও বাহ্যিক নাপাকী থাকলে তা আগে ভালো করে ধুয়ে নিতে হয়। অতঃপর লজ্জাস্থান ধুয়ে নিতে হয়। এরপর উযূ করে গোসল করতে হয়। এটাই গোসলের সুন্নাত তরীকা। নাপাকী পরিষ্কারের ক্ষেত্রে বসে উপর থেকে ধীরে ধীরে মগে করে নাপাকীর উপর পানি ঢালবে। এমন করলে মগে বা বালতিতে পানি যাবে কেন? সতর্কতার সাথে গোসল করলে নাপাকী ধৌত করার সময় পানি মগ বা বালতি কোনটিতেই যাবে না। হ্যাঁ, নাপাকী ধৌত করার পর যখন শরীর বাহ্যিক নাপাকী থেকে পাক হয়ে যাবে তখন গোসলের ছিটা পানি বালতিতে গেলে কোন সমস্যা নেই। আর এই ছিটা পানি থেকে বেচে থাকা সম্ভবও নয়।–হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ১৫২, ১৫৩; মাবসূতে সারাখসী ১/৪৬

Loading