প্রশ্ন : আসসালামু আলাইকুম, আজকে ইশার নামাযে ইমাম সাহেব প্রথম রাকাআতে সূরা ত্বীন আর পরের রাকাআতে সূরা ইনশিরাহ মানে আলাম নাশ্রাহ পড়েছেন। যেহেতু পরের সূরা আগে আর আগের সূরা পরে পড়া হইছে নামায কি সহীহভাবে আদায় হয়েছে নাকি আবার পড়া লাগবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, আবার পড়তে হবে না। তবে ইচ্ছাকৃতভাবে এমনটি পড়া মাকরূহ। আর ভুলে হয়ে থাকলে কোন সমস্যা নেই।–ফাতাওয়া হিন্দিয়া ১/৪০; রদ্দুল মুহতার ১/৫১১

Loading