প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। এখনকার সময় যে বিবাহের পর ১মাস /১বছর পর মেয়েকে উঠিয়ে আনা হয় তা কি জায়েয আছে? সুন্নত কি? ২। এটা কি বিদয়াত হবে কারন সবাই এটাকে একটা রসম বানিয়ে নিয়েছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১+২। হ্যাঁ, এটা হতে পারে। বিশেষ কোন প্রয়োজনে (যেমন মেয়ের বয়স একেবারে কম বা নাবালেগ) মেয়েপক্ষ কিছুদিন পরেও মেয়েকে দিতে পারে। অনুরূপভাবে ছেলেপক্ষও বিশেষ কোন প্রয়োজনে মেয়েকে কিছুদিন পরে তুলে আনতে পারে। তবে এটা বিবাহের সময় বলে নেওয়া উচিত যাতে পরবর্তীতে কোন ফেতনা না হয়। খোদ আয়েশা (রাঃ) এর বিবাহ ও বাসরের মাঝে তিন বছরের দূরত্ব ছিল। হাদীস শরীফে আছে আয়েশা (রাঃ) বলেন-আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছয় বছর বয়েসে বিবাহ করেন এবং নয় বছর বয়সে বাসর রাত্রি যাপন করেন।

তবে কোন ওযর না থাকলে ছেলের অমতে মেয়েকে দিতে দেরি করা অন্যায়।-সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮৭

Loading