প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো, আমি 1 বছর বিয়ে করেছি,আমি সহবাসে কনডম ব্যবহার করি কিন্তু আমার নিয়ত যে আমি 3 বছর পর পর একটি করে বাচ্চা নিব মোট 4 টি । আমার কনডম ব্যবহার কি জায়েয হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
জন্মনিয়ন্ত্রণের বেশ কিছু কারণ এবং পদ্ধতি আছে। এর মধ্যে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতিগুলো গ্রহণ করা জায়েয নেই। জন্মনিয়ন্ত্রণ যদি অভাব বা দারিদ্রের ভয়ে হয়ে থাকে, তাহলে তা ইসলামী আকীদা বিশ্বাসের খেলাফ হওয়ার কারণে হারাম ও কুফরী কাজ।
আল্লাহ সকল মাখলুকের রিযিকদাতা এবং তিনি রিযিকের ব্যবস্থা করেই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এরূপ সঠিক বিশ্বাস রাখার শর্তে প্রয়োজনে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহন করার অনুমতি আছে। যেমন অসুস্থতা বা সাস্থহানীর আশংকা থাকলে অভিজ্ঞ মুসলিম চিকিৎসকের পরামর্শে সাময়িক বিরতি গ্রহন করা যেতে পারে। এছাড়া অধিক সন্তান লালন-পালনের ঝামেলা এড়ানোর লক্ষ্যেও স্ত্রীর অনুমতি সাপেক্ষে জন্মনিয়ন্ত্রণ বৈধ আছে, তবে অনুত্তম। এটা শরীআতের চাহিদার খেলাফ। কেননা হাদীস শরীফে অধিক সন্তান গ্রহনের প্রতি উৎসাহিত করা হয়েছে। এবং বিনা কারণে সন্তান গ্রহন থেকে বিরত থাকাকে অপছন্দ করা হয়েছে।-সূরা আল-আনআম, আয়াত নং ১৫১; সুনানে আবু দাউদ, হাদীস নং ২০৫০; সহীহ মুসলিম, হাদীস নং ১৪৩৭; রদ্দুল মুহতার ৯/৭০৯; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪১১; ফাতহুল কাদীর ৩/৩৭৭

Loading