প্রশ্ন : ১.ব্যাংক হতে সুদে লোন নিয়ে বাড়ী বানানো যাবে কি না?২.যেহেতু প্রকৃত ইসলামী ব্যাংক বলতে যা বুঝি তা বর্তমানে বাংলাদেশে নেই সুতরাং ব্যাংকে ডিপিএস করা যাবে কি না ৩.ইসলামী অর্থনিতির একটা রুপরেখা দিতে পারবেন কি

উত্তর :

১। না। সূদ দেওয়া ও নেওয়া আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর।–সূরা বাকারাহ, আয়াত নং ২৭৯
২। না, করা যাবে না।
৩। এর জন্য লম্বা সময় ও সুযোগ প্রয়োজন। আল্লাহ তাআলা তাওফীক দিলে ভবিষ্যতে কখনো লিখব ইংশাআল্লাহ। আপনি মুফতী তাকী উসমানী সাহেবের “ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা” নামক (বাংলায় অনুদিত) কিতাবটি দেখতে পারেন।

Loading