প্রশ্ন : আসসালামু আলাইকুম আমি কোন মেয়ের সাথে যখন কথা বলি, তখন আমার লিঙ্গ দিয়ে লালা জাতীয় কিছু বাহির হয়, আমি তখন বলতে পারি না, পরে যখন জামা খুলতে গিয়ে দেখি, এই অবস্থা নামাজ পড়লে আমার নামায হবে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
একে মযী বলে। এটা বের হলে উযূ নষ্ট হয়ে যায়। কাপড়ে লেগে গেলে তা সহ নামায আদায় করা মাকরূহ হবে। এটা যখন তখন হয়ে থাকলে লিঙ্গের মাথায় (কাপড়, টিস্যু বা তুলা জাতীয়) কিছু বেঁধে রাখতে পারেন। নামাযের সময় তা পরিবর্তন করে বা ধুয়ে নামায পড়ে নিবেন।
উল্লেখ্য যে, মাহরাম ব্যতীত অন্য কোন মহিলাদের সাথে একান্ত অপারগতা ব্যতীত দেখা সাক্ষাত ও কথাবার্তা নাজায়েয। এ থেকে বিরত থাকা কর্তব্য।–সহীহুল বুখারী, হাদীস নং ২৬৯; সহীহ মুসলিম, হাদীস নং ৭২২

Loading