প্রশ্ন : হুযুর আমি ১ তা মেয়ের সাথে প্রেম করতাম। আমরা ২ জনই চাইতাম যে এক জন আর এক জন কে বিয়ে করতে। সহবাস না হলেও আলিংগন এবং আর কিছু সম্পর্ক হয়েছে। এক পর্যায়ে আমি তাকে এসএমএস এ কবুল বলতে বলি সে ও বলে। এখন আমি তওবা করে ঐ পথ থেকে সরে এসেছি। এখন প্রশ্ন হল আমাদের কি বিয়ে হয়েছে? আর যদি হয়ে থাকে তবে আমি কি শুধু তওবা করলেই গুনাহ মাফ হবে নাকি অন্য কোন উপায়ে কিছু করতে হবে? কেননা কোন ভাবেই আমরা বৈবাহিক জীবন যাপন করতে পারব না। দয়ে করে একটু তাড়াতাড়ি জানাবেন। জাজাকাল্লাহু খাইরান

উত্তর :

না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত বিবাহ সংঘটিত হয়নি। আপনি অতীতের শরীয়ত বহির্ভূত সম্পর্কের কারনে আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবেন।–ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৮; মাজমাউল আনহুর ১/৩২০

Loading