প্রশ্ন : হুজুর আসসালামু আলাইকুম। বিবাহের পূর্বে মুসলিম কোন ছেলে যদি কোন পতিতার সাথে শারিরিকভাবে মিলিত হয় এবং উক্ত বিষয়টা জানার পরও যদি ভাল একটা মুসলিম মেয়ে উক্ত ছেলেটাকে বিয়ে করে এবং উক্ত বিয়ের পর ছেলেটা খাসদিলে তওবা করে তখনকি তাহার বিবাহ সহীহ হবে না? বাতিল হয়ে যাবে? উল্লেখ্য যে, ছেলেটা এখন দ্বীনদারী হয়ে সৎভাবে জীবন যাপন করছে। কিন্তু তাহার উক্ত বিবাহ শুদ্ধ হয়ছে কীনা তা নিয়ে খুবই পেরেশানীতে আছে। অশুদ্ধ হলে করণীয় কী?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, বিবাহ সহীহ হয়ে যাবে। খালেছভাবে তাওবা করে নিলে পেরেশান হবার কিছু নেই।
উল্লেখ্য যে, কারো সাথে যিনা করলেই পবিত্র মেয়েকে বিবাহ করা হারাম হয়ে যায় না।- মুফতী তাকী উসমানী, তাওজীহুল কুরআন ২/৪২০

Loading