প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। বড়দের বমি কি নাপাক, কতটুক পরিমান নাপাক? ২। শিশুদের (যারা শুধু মায়ের দুধ পান করে) বমি কি নাপাক? ৩। আমার ভাগিনা বয়স ২ মাস সে সামান্য বমি করেছে (তার বমিও দুধের মত) ঐ কাপড় না ধুয়ে নামায পড়েছে তাতে কোন সমস্যা হয়েছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। হ্যাঁ, উভয়ের বমিই নাপাক। সামান্য পরিমান এবং বেশি সবই নাপাক।–আদ্দুররুল মুখতার ১/১৩৭; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ১২৯
৩। বমি একেবারে সামান্য হলে তা নিয়ে নামায পড়া মাকরূহ হয়েছে। আর যদি তা হাতের তালুর নীচ স্থান পরিমানের চেয়ে বেশি হয় তবে তা নিয়ে নামায পড়লে নামায হয়নি। তা পুনরায় পড়তে হবে।-আদ্দুররুল মুখতার ৩১৬; আল বাহরুর রায়েক ১/১২৫

Loading