প্রশ্ন : আসসালাম আলাইকুম হুজুর। ১। হুজুর হুরমতে মুশাহারার ক্ষেত্রে বলা হয় যে, যদি কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে তবে উষ্ণতা অনুভব না হতে হবে।এখানে উষ্ণতা দ্বারা কি শরীরের তাপমাত্রা উদ্দেশ্য? হুজুর দুইটি বা তিনটি কাপড় পড়লেও তো শরীরের তাপমাত্রা অনুভব হয়। ২। আরেকটা প্রশ্ন সাধারন কাপড়ের উপর দিয়ে উত্তেজনার সাথে খালি হাতে স্পর্শের দ্বারা হুরমত সাব্যস্ত হয়? ৩। অথবা যদি মা ছেলে ঘেষাঘেষি করে বসে থাকে এবং উভয়ের মাঝে যদি দুইটি সাধারন কাপড়ের আবরন থাকে তখন কারো কামভাব আসলে কি হুরমত সাব্যস্ত হয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, উষ্ণতা দ্বারা শরীরের তাপমাত্রা উদ্দেশ্য।
২। হ্যাঁ, যদি স্পর্শের দ্বারা শরীরের উষ্ণতা অনুভূত হয় এবং শাহওয়াত থাকে তবে হুরমাতে মুছাহারা সাব্যস্ত হবে।
৩। নিম্নোক্ত লিঙ্কের ৫ নং উত্তরে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-

Loading