প্রশ্ন : ১। পেনশন ভোগীর সঞ্চয়পত্র হালাল নাকি হারাম? ২। হালাল ফিক্সড ডিপোজিট কোনটা? ৩। জমি বন্ধক নিয়ে চাষ করার পর টাকা ফেরত নিয়ে জমি ফেরত দেওয়া হালাল হবে কি?

উত্তর :

১। পেনশনভোগীর সঞ্চয়পত্র হালাল নয়। কারণ সঞ্চয়পত্রের বিপরীতে মুনাফার নামে যা দেয় তা স্পষ্ট সূদ। যা গ্রহন করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম এবং আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার নামান্তর।
২। বর্তমানে আমাদের দেশে হালাল ফিক্সড ডিপোজিট বলতে কোন ব্যাংকিং ব্যবস্থা নেই।
৩। জমি বন্ধক নিয়ে তাতে চাষ করা বা তা থেকে অন্য কোন ফায়দা গ্রহন করা জায়েয নেই। কাজেই আমাদের দেশে প্রচলিত পদ্ধতিতে জমি বন্ধক নিয়ে তাতে চাষ করার যে রেওয়াজ রয়েছে তা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এটা স্পষ্ট সুদী কারবারের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে বৈধ পদ্ধতি হল জমি দাতা দীর্ঘ মেয়াদী ভাড়ার চুক্তি করবে। কিন্তু কেউ যদি জমি বন্ধক নিয়ে চাষ করেই ফেলে তবে সেক্ষেত্রে জমি ফিরিয়ে দিতে এবং জমি দাতার জমি ফিরিয়ে নিতে কোন অসুবিধে নেই। তবে যিনি চাষ করেছেন তিনি খালেছভাবে তাওবা করে নিবেন এবং অতীতের চাষের ফসল বা তার বাজারমূল্য সদকাহ করে দিবেন।-সূরা বাকারাহ, আয়াত নং ২৭৫; আদ্দুররুল মুখতার ৭/৩৯৫; ফাতাওয়া হিন্দিয়া ৩/১৯১; নাইলুল আওতার ৫/২৪৪; শরহে মুখতাসারুত ত্বহাবী ৩/১৪৯

Loading