প্রশ্ন : আমার স্বামীর আপন বড় ভাইয়ের পরিবার আমার স্বামীর ভরণপোষণে আমাদের সাথে একত্রে আমাদের ঘরে থাকেন। আমার স্বামী কী আমার ও উনার যাকাতের টাকা দিয়ে তার দরিদ্র ভাতিজা (রোজগারের উপযোগি এখনো হয়নি) কে আলাদা বসবাসের জন্য ঘর তৈরি করে দিতে পারবেন?

উত্তর :

হ্যাঁ, ভাতিজা যাকাতের উপযুক্ত হলে তাকে যাকাতের অর্থ দিয়ে ঘর বানিয়ে দেওয়া যাবে। তবে তাকে উক্ত ঘরের মালিক বানিয়ে দিতে হবে।–আদ্দুররুল মুখতার ২/৩৩৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২

Loading