প্রশ্ন : আসসালামু আলাইকুম, প্রিয় মুহাতারাম আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার একটা মাসাআলা জানা খুবই জরুরী। আমার প্রশ্নের উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন। আমি একজন ছাত্র। আমি কলেজে লেখাপড়া করি। ইনশাআল্লাহ ইসলামের সকল আহকাম মানার চেষ্টা করি এবং ইসলামের পথে অটল থাকতে চাই। প্রশ্ন: আমি একদিন একটু মানসিকভাবে অসুস্থ ছিলাম। তখন আমি আমার বিছানায় অন্য দিক মুখ করে ঘুমিয়ে ছিলাম। ঠিক এমতঅবস্থায় আমার মস্তিষ্কে একটা মেয়েকে নিয়ে কল্পনা আসে কেন জানিনা। এতে আমি উত্তেজনা অনুভব করি। কিন্তু আদৌ আমি কখনো কোন মেয়ের সাথে কিছু করি নাই। এরকম কল্পনা কেন আসছে তাও জানিনা। এমত অবস্থায় পিছনে আম্মু ঘুমিয়ে ছিল আমার খেয়াল ছিল না তখন। এমত অবস্থায় আম্মুর নাকের অগ্রভাগ আঙ্গুলের স্পর্শ লাগে আমার পায়ে। তখন আমার মাঝে হুরমতে মুসাহারাতের চিন্তা চলে আসে এবং আমি খুব ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ি এবং শরীর অবশ হয়ে যায় ভয় লাগে। এবং প্রচুর কান্নাকাটি করি। কিন্তু আমি আমার মায়ের প্রতি কোন ইন্টারেস্ট ফিল করিনি। কিন্তু তাকে নিয়ে আজেবাজে চিন্তা মাথায় চলে আসতো এবং তখন আমি প্রচুর কান্নাকাটি করতাম। এভাবেই আমার দিনগুলো অতিবাহিত হচ্ছে কিন্তু তাকে আমি আমার মায়ের মতই ভালবাসি। এখন জানার বিষয় আমি এখন কি করবো? দয়া করে আমাকে সাহায্য করুন। সঠিক মাসআলাটা জানাবেন। এখন আমি প্রত্যেক চালাতে প্রচুর কান্না আসে?

উত্তর :

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার মায়ের সাথে হুরমাতে মুছাহারাহ সাব্যস্ত হয়নি। তাই পেরেশান হবার কিছু নেই।
উল্লেখ্য যে, কোন মেয়েকে নিয়ে অন্তরে ইচ্ছাকৃতভাবে খারাপ চিন্তা ভাবনা করা অনেক বড় গোনাহের কাজ। এ থেকে বিরত থাকা কর্তব্য।- আদ্দুররুল মুখতার ৩/৩১-৩৩; ইলাউস সুনান ১১/১৩১, ১৩২

Loading