প্রশ্ন : ১। ফরজ সালাতের তৃতীয় ও চতুর্থ রাকাআতে সূরা ফাতিহার পর ভুলে “বিসমিল্লাহির রহমানির রহীম” পড়ে ফেললে সাহু সিজদাহ দিতে হবে? ২। দুই সিজদার মাঝখানে তাশাহহুদের কিছু অংশ পড়ে ফেলার পর মনে হল আরেকটি সিজদাহ বাকী। সাথে সাথে ঐ সিজদাহ দিয়ে দিলে সালাত হবে নাকি এক্ষেত্রে সিজদায়ে সাহু জরুরী? ৩। সূরা ফাতেহার স্থানে তাশাহহুদ পড়ে ফেললে সিজদায়ে সাহু দিতে হবে? ৪। শেষ বৈঠকে বসে তাশাহহুদ পড়ার আগে দুই সিজদার মাঝখানে যেই দুআ পড়ে সেটা পড়ে ফেললে সিজদায়ে সাহু লাগবে?

উত্তর :

১। হ্যাঁ, নামায সহীহ হয়ে যাবে, সিজদায়ে সাহুর প্রয়োজন নেই।
২+৪। উক্ত দুই সূরতেই যদি তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হয় তবে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
৩। যদি প্রথম রাকাআতে ফাতেহার পূর্বে তাশাহহুদ পড়ে তবে সিজদায়ে সাহু আবশ্যক হবে না। তবে অন্য কোন রাকাআতে পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।
সূত্র সমূহঃ বাদায়েউস সানায়ে ১/৪০১; আল-বাহরুর রায়েক ২/১৬৭; হাশিয়াতুত ত্বহতবী আলা মারাকিল ফালাহ পৃঃ নং ৪৬০, ৪৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৬

Loading