প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, গত কয়েকদিন পূর্বে জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ার সময় দ্বিতীয় রাকাতে না দাঁড়িয়ে ভুলে বসে আত্তাহিয়্যাতু পড়া শুরু করছিলাম হঠাৎ মনে পড়ে যে আমার তো দাঁড়ানোর কথা, আমি সাথে সাথে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত, বাকি আরো দুই রাকাত পড়ে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করি। এক্ষেত্রে মুহতারামের কাছে আমার প্রশ্ন এই যে – আমার উক্ত নামাজ কি শুদ্ধ হয়েছে নাকি পুনরায় আদায় করতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, নামায আদায় হয়ে গিয়েছে।- ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ৪৫৫

Loading