প্রশ্ন : ইমাম অযু ছাড়া নামায পড়ানোর ১/২ দিন পর বা মুসল্লিদের চলে যাওয়ার পর মনে হলে করনীয় কি?

উত্তর :

এক্ষেত্রে ইমাম সাহেবের কর্তব্য হল, তিনি এলান করে দিবেন অমুক ওয়াক্তের নামায আমার পিছনে যারা পড়েছেন তারা দোহরিয়ে (পুনরায় পড়ে) নিবেন। অনুরূপভাবে ইমাম সাহেবেও তা দোহরিয়ে নিবেন। এর দ্বারাই ইমাম সাহেব উক্ত দায় থেকে মুক্তি পাবেন।–আদ্দুররুল মুখতার ১/৫৯১, ৫৯২; আল বাহরুর রায়েক ১/৬৪০; আন নাহরুল ফায়েক ১/২৫৫; ফাতাওয়া মাহমূদিয়া ৬/৫৮৮

Loading