প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, আমি বেশির ভাগ রোজায়ই মুখে নিয়ত উচ্চারণ করি না; বরং রোজা রাখার উদ্দেশ্যে সাহিরর জন্য উঠে সাহরি খেয়ে নিই এবং অন্যান্য ইবাদত-বন্দেগি যথাযথ করতে থাকি। এমন করার দ্বারা আমার রোজাগুলো কি শুদ্ধ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

নিয়ত হল মনের ইচ্ছা। কাজেই মনে মনে এই সংকল্প করবে যে, অমি আজ রোযা রাখছি। মুখে নিয়ত করা জরুরী নয় বরং উত্তম। কাজেই প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার রোযা রাখার উদ্দেশ্যে সাহরি খাওয়াটাই নিয়ত ধর্তব্য হবে। এবং আপনার রোযাগুলোও সহীহ হয়েছে।–আল মুহীতুল বুরহানী ২/৬৩৬; বাদায়েউস সানায়ে ৫/২৯২

Loading