আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আশা করি আল্লাহ্‌ তাআলার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ, ১৪৩৮ হিজরি সনের (ইংরেজি মোতাবেক ২০১৭ ইং) শাওয়াল মাস থেকে আল্লাহ্‌ তাআলার অশেষ মেহেরবানীতে দুই বছরের ইফতা কোর্স (উচ্চতর ফিকহ গবেষণা) চালু করা হয়েছে। যা মারকাযুস সুন্নাহ আল-মানসূরিয়্যাহ, ঢাকা নামে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির

প্রধান উদ্দেশ্য হচ্ছে-
১। ছাত্রদেরকে-
(ক) ফিকহ ও উসূলে ফিকহের প্রতিটি অধ্যায়ের উপর অগাধ পাণ্ডিত্য অর্জন করানোর চেষ্টা করা হবে।
(খ) ব্যাংক, বীমা, শেয়ার বাজারসহ আধুনিক মাসায়েল এবং ইসলামী অর্থনীতির উপর বিশেষভাবে জোর দেওয়া হবে।
(গ) যুগের চাহিদা অনুযায়ী ইংরেজির উপর পারদর্শী করে তোলা হবে।
(ঘ) সমকালীন ফেতনা সমূহের উপর বুৎপত্তি অর্জন করিয়ে তা মোকাবিলা করার যোগ্য করে তোলা হবে।
(ঙ) হাদীস ও উসূলে হাদীসের উপর মেহনত করানো হবে। এবং হাদীস যাচাই-বাছাই এর কাজে যোগ্য করে তোলা হবে।
(চ) আমল আখলাক উন্নতির জন্য আহলুল্লাহর সোহবতের ব্যবস্থা করা হবে।
২। ইলমী বিভিন্ন বিষয়ে তাহকীক ও তাসনীফের (লেখনী) কাজ চালু রাখা।
৩। বাতিল প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করা।
৪। সুন্নাতের নূর উম্মতের মাঝে পৌঁছে দেওয়া।
৫। বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা।
৬। muftiabulhusain.com কে আরো সমৃদ্ধশালী করা ইত্যাদি।

এটা পরিচালনার জন্য (স্টাফদের বেতন, বাসা ভাড়া, ছাত্রদের খোরাকি ও অন্যান্য খরচ বাবদ) কমপক্ষে মাসিক ৪০০০০ (চল্লিশ হাজার) টাকার প্রয়োজন। আর প্রায় ৪০০০০০(চার লক্ষ) টাকার কিতাবাদি দরকার। কালেকশনের ক্ষেত্রে বরাবরই আমি দুর্বল। তাই দীর্ঘদিন ধরেই এমন কাউকে মনে মনে খুঁজছিলাম যিনি অর্থনৈতিক বিষয়টি থেকে আমাকে মুক্ত করে সামনে এগিয়ে যাবার হিম্মত দিবেন। আল্লাহ্‌ তাআলার হাজারো বান্দা তো এমন রয়েছেন যারা একাই এমন ডজনখানেক প্রতিষ্ঠান চালাতে পারেন।

তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই ছদকায়ে জারিয়ায় পুরোপুরিভাবে বা আংশিক (যেমন মাসিক ১০০০০ বা ৫০০০ বা ১০০০ বা ৫০০ বা ১০০ ইত্যাদি) অংশ নিতে চান তবে এই ঠিকানায় (ahzoti@gmail.com) মেইল করলে কৃতজ্ঞ থাকব। আর সবচেয়ে বড় চাওয়া হল আপনার মাকবূল দুআয় শরীক করা যেন আল্লাহ্‌ তাআলা প্রতিষ্ঠানটিকে কবূল করেন এবং ইলম ও হেদায়েতের মারকায হিসেবে মঞ্জূর করেন। আমীন।

(উল্লেখ্য যে, প্রদেয় টাকার রসিদ অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়)
বর্তমানে যে জিনিসগুলো বিশেষ প্রয়োজন-
(১) একটি কিতাবের সেলফ- ১০০০০(দশ হাজার টাকা)
(২) ফাতাওয়া হিন্দিয়া (আরবী কিতাব) এক সেট- ৪০০০(চার হাজার টাকা)
(৩) আল বাহরুর রায়েক (আরবী কিতাব) এক সেট – ৬০০০(ছয় হাজার টাকা)
(৪) তাবয়ীনুল হাকায়েক (আরবী কিতাব) এক সেট- ৬০০০(ছয় হাজার টাকা)
(৫) বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজী শরীফ, আবূ দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, শরহু মাআনিল আছার ও মুআত্তা মালেক (বৈরুতের নুসখা)- ২৬০০০(প্রায় ছাব্বিশ হাজার টাকা)
(৬) একটি ল্যাপটপ।
(৭) একটি পানির ফিল্টার- ১০,০০০ (তিন হাজার টাকা)
এছাড়াও আরো প্রায় তিন লক্ষ টাকার কিতাবাদি প্রয়োজন।

প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে ১৫ জন ১ হাজার টাকার অথবা ৩০ জন ৫০০ টাকার মাসিক দাতা সদস্য জরুরী হয়ে পড়েছে। যাদের জন্য নিয়মিত মাদ্রাসায় দুআ করা হবে। আগ্রহীগণ যোগাযোগ করুন। ইমেইল ahzoti@gmail.com।

ব্যাংক একাউন্টঃ

Account Title– MUHAMMAD ABUL HUSAIN

Account No– 20502090100266618 (current account)

সংক্ষেপে–2666 (সাদা স্লিপে জমা দিতে হবে)

Branch- shamoli, Dhaka

islami bank bangladesh limited

Bkash– 01670399535

মেইল–ahzoti@gmail.com

নিবেদক
মুফতী মুহাম্মাদ আবুল হুসাইন
ই-মেইল ahzoti@gmail.com

Loading