প্রশ্ন : মোবাইল ফোন বা ল্যাপটপে যদি কোনো কারণে যে কোনো ধরনের নাপাকি খুবই সামান্য পরিমাণে লেগে যায় তাহলে তা পবিত্র করার উপায় কি? এগুলো তো খুবই স্পর্শকাতর যন্ত্র। আর যে কোনো ক্ষেত্রে নাপাকি খুবই খুবই সামান্য হয় তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে?

উত্তর :

এসব যন্ত্রাদি এমন কোন পদ্ধতিতে ধৌত করা জরুরী নয় যার দ্বারা যন্ত্রটিই নষ্ট হয়ে যায়। তাই যেটা পানি দ্বারা ধৌত করা সম্ভব নয় সেটা ভেজা নেকড়া বা টিস্যু দ্বারা এমনভাবে মুছে ফেললেই পাক হয়ে যাবে যাতে আর উক্ত নাপাকীর আছর বাকী না থাকে। আর এসব যন্ত্রাদিতে কোন তরল নাপাকী লাগলে এবং তা শুকিয়ে যাওয়ার পর শরীর বা কাপড়ে লাগলে শরীর বা কাপড় নাপাক হবে না। তবে ভেজা অবস্থায় তা স্পর্শ করলে নাপাক হয়ে যাবে। কাজেই ধৌত করার অপারগতার ক্ষেত্রে ভেজা নেকড়া বা টিস্যু দিয়ে তা মুছে নিবে।

Loading