প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত। আমরা পাঁচ-সাত বছর হলো একটা বাসায় থাকি, আমাদের বাসার বারান্দায় চড়ুই পাখি বাসা বেঁধেছে অনেকদিন ধরে। দু’একদিন পরপর প্রায় প্রতিদিনই বারান্দায় শুকাতে দেয়া কাপড়-চোপড়ে পাখিরা মলত্যাগ করে নষ্ট করে দেয়। আমরা জানি যে পাখির বাসা ভাঙ্গা উচিত না, তাই ভেঙ্গে ফেলিনি। এমতাবস্থায় হযরতের কাছে আমার প্রশ্ন হলো উল্লেখিত সমস্যার কারণে পাখির বাসা অন্যত্র সরিয়ে নেয়া বা বাসা ভেঙ্গে ফেলা যাবে কি, অথবা কি করা জায়েয হবে? বিনীতভাবে হযরতের কাছে জানতে চাচ্ছি। জাযাকাল্লাহ।

উত্তর :

ওয়া আলাইকুমস সালাম
হ্যাঁ, তা অন্যত্র সরিয়ে দেওয়া বা ভেঙ্গে ফেলা জায়েয হবে।–রদ্দুল মুহতার ৫/৫৫ (শামেলা)

Loading