প্রশ্ন : যদি কেউ অজান্তেই তার মায়ের স্তনে হাত দিয়ে থাকে তাহলে কি তার মা তার আব্বার জন্য হারাম হবে? এক্ষেত্রে কি করনীয় দয়া করে বলবেন?

উত্তর :

হ্যাঁ, যদি শাহওয়াতের সাথে স্পর্শ করে থাকে তবে হুরমাতে মুছাহারাহ সাব্যস্ত হওয়ায় তার মাতা তার পিতার জন্য হারাম হয়ে যাবে। আর শাহওয়াতের সাথে স্পর্শ না করে থাকলে বরং এমনিতেই ভুলে কখনো হাত লেগে গেলে এবং শাহওয়াত না থাকলে কোন সমস্যা নেই। শাহওয়াতের অর্থ আপনি নিম্নোক্ত লিঙ্কে জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=4459

Loading