প্রশ্ন : আমি মেয়ে ছাত্রি পড়িয়ে টাকা উপার্জন করলে ঔ টাকা হালাল হবে কিনা?

উত্তর :

পুরুষদের জন্য (মাহরাম ব্যতীত) বালেগা বা বালেগার নিকটবর্তী মেয়েদের দিকে দৃষ্টি দেওয়া হারাম। অনুরূপভাবে তাদের সাথে একান্তে অবস্থান করাও নাজায়েয। তাই মেয়েটি যদি একেবারে ছোট না হয় তাহলে আপনার জন্য তাকে প্রাইভেট পড়ানো নাজায়েয। তবে, যে টাকা আপনি পেয়েছেন তা হালাল হবে।-সূরা আহযাব, আয়াত নং ৩৩; সুনানে তিরমিজী, হাদীস নং ১১৫৯

Loading